বিবিএনিউজ.নেট | মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯ | প্রিন্ট | 658 বার পঠিত
বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) উদ্যোগে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সার্কুলার নং- নন-লাইফ ৬২/২০১৯-এর বাস্তবায়ন ও কমিশন সংক্রান্ত বিষয়ে আলোচনা সভা ফোরামের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিএম ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভাইস প্রেসিডেন্ট ফারজানা চৌধুরী, সেক্রেটারি জেনারেল মো. ইমাম শাহীন, জয়েন্ট সেক্রেটারি মো. আব্দুল খালেক মিয়া, নির্বাহী সদস্য পি.কে. রায়সহ বিভিন্ন নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তারা।
সভায় আইডিআরএ’র সার্কুলার নং নন-লাইফ ৬২/২০১৯-এর বাস্তবায়ন এবং আগামী ১ আগস্ট থেকে এজেন্সি কমিশন হিসেবে ১৫ শতাংশের বেশি প্রদান না করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
Posted ১১:৫২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯
bankbimaarthonity.com | Sajeed