| বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০১৯ | প্রিন্ট | 692 বার পঠিত
সারা দেশে ১০ হাজারের বেশি এজেন্ট নিয়োগ দিয়ে তাদের প্রশিক্ষণ দেবে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। খুলনা মহানগরীতে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদিবা রহমান। নিয়োগের ক্ষেত্রে অনভিজ্ঞ মেধাবী তরুণদের অগ্রাধিকার দেবে ডেল্টা লাইফ। প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে বীমা খাতে দক্ষ জনশক্তি তৈরির প্রয়াসে এই পদক্ষেপ নিচ্ছে জীবন বীমা প্রতিষ্ঠানটি।
‘ওমেন ইন ইন্স্যুরেন্স লিডারশিপ’ পদকজয়ী ডেল্টা লাইফের সিইও আদিবা রহমান বলেন, পেশা হিসেবে বীমা এজেন্টদের রয়েছে অপার সম্ভাবনা। দেশের বেকারত্ব সংকট নিরসনেও অগ্রণী ভূমিকা রাখতে পারে বীমা খাত। দেশের শীর্ষস্থানীয় বীমা প্রতিষ্ঠান হিসেবে এই খাতে দক্ষ জনবল এবং তরুণদের কর্মসংস্থান তৈরিতে অগ্রণী ভূমিকা রাখার প্রয়াসেই ১০ হাজারের বেশি এজেন্ট তৈরির লক্ষ্যে কাজ করবে ডেল্টা লাইফ।
সদ্য যোগ দেওয়া একজন তরুণ এজেন্ট সহজেই প্রতি মাসে ১৫ থেকে ২৫ হাজার টাকা আয় করতে পারেন। ডেল্টা লাইফের রয়েছে ৩৮৭৮ কোটি টাকার শক্তিশালী লাইফ ফান্ড। বছরে গড়ে ৫০০ কোটি টাকার বেশি বীমাদাবি পরিশোধ করে আসছে ডেল্টা লাইফ।
Posted ১২:০৪ অপরাহ্ণ | বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed