নিজস্ব প্রতিবেদক: | সোমবার, ০৬ এপ্রিল ২০২০ | প্রিন্ট | 415 বার পঠিত
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত চিকিৎসকদের সুরক্ষার জন্য পারসোনাল প্রটেক্টিভ ইক্যুপমেন্ট (পিপিই) দিয়েছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড। শনিবার (৪ এপ্রিল) ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমানের কাছে এই পিপিই হস্তান্তর করা হয়। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় একমি ল্যাবরেটরিজ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহির্বিশ্বের মত বাংলাদেশও করোনাভাইরাসের বিস্তার ঘটছে। আক্রান্ত রোগীদের চিকিৎসায় চিকিৎসকদের সার্বিক নিরাপত্তা, সুস্থতা ও সুরক্ষার লক্ষ্যে পিপিই’র সরবরাহ নিশ্চিত করার কোন বিকল্প নেই। এই বিষয়টি সক্রিয় বিবেচনায় নিয়েই একমি সরকারকে পিপিই সরবরাহ করেছে।
পিপিই হস্তান্তর অনুষ্ঠানে একমির ব্যবস্থাপনা পরিচালকের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বিক্রয় ও বিতরণ বিভাগের পরিচালক ফেরদৌস খান, প্রোকিউরমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক সাঈদ হোসেন পাটওয়ারী ও মার্কেটিং বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন।
Posted ১১:১৩ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | rina sristy