বিবিএ নিউজ.নেট | সোমবার, ২৪ মে ২০২১ | প্রিন্ট | 298 বার পঠিত
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের চেয়াম্যান ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) হাজী মকবুল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। সকালে কোরআন খতম, দোয়া মাহফিল, মরহুমের কবরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, দুস্থদের মাঝে খাবার বিতরণ ও স্মরণসভার আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত ২০২০ সালে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ২৪ মে রোববার রাত ৯টা ১০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
১৯৯৬-২০০১ মেয়াদে ধানমণ্ডি-মোহাম্মদপুর আসনের সংসদ সদস্য হাজী মকবুল হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। এছাড়া পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির চেয়ারম্যানও তিনি। কোম্পানি তিনটি হচ্ছে-শমরিতা হাসপাতাল, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স।
এছাড়া ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সদস্য প্রতিষ্ঠান (ব্রোকারহাউজ) মোনা ফিন্যান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড সিকিউরিটিজেরও চেয়ারম্যান ছিলেন তিনি। এছাড়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, আলহাজ্ব মকবুল হোসেন ইউনিভার্সিটি কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ, মোহাম্মদপুর ল’ কলেজসহ আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন হাজী মকবুল হোসেন।
Posted ১২:৫২ অপরাহ্ণ | সোমবার, ২৪ মে ২০২১
bankbimaarthonity.com | rina sristy