| বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২ | প্রিন্ট | 181 বার পঠিত
ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে মোহাম্মদ গিয়াস উদ্দীনের নিয়োগ অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।
বৃহস্পতিবার কোম্পানিটিকে পাঠনো এক চিঠিতে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত এই অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ।
গিয়াস উদ্দীন দীর্ঘ ২১ বছর ধরে লাইফ বীমা খাতে কর্মরত আছেন। ট্রাষ্ট ইসলামী লাইফে যোগদানের আগে তিনি হোমল্যান্ড লাইফ, প্রাইম ইসলামী লাইফ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ দিন ধরে তিনি ট্রাষ্ট ইসলামী লাইফের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
১৯৮২ সালের ৩ জানুয়ারি চট্রগ্রামের বাশখালীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন মোহাম্মদ গিয়াস উদ্দীন। তার পিতা মরহুম আবদুল জলিল এবং মাতা রোকেয়া বেগম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব একচ্যুয়ারিয়াল সায়েন্সে মাস্টার্স শেষ করে বর্তমানে তিনি থিসিস করছেন।
Posted ৪:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২
bankbimaarthonity.com | rina sristy