নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট | 171 বার পঠিত
ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিএসইসি’র ৮৩৮তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।
বিএসইসি জানিয়েছে, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে সর্বমোট ২০ কোটি ২৬ লাখ টাকা উত্তোলন করবে। এ জন্য ১০ টাকা করে কোম্পানিটি ২ কোটি ২ লাখ ৬১ হাজার ১০৬টি সাধারণ শেয়ার ইস্যু করবে। আইপিওর মাধ্যমে উত্তোলন করা অর্থ দিয়ে কোম্পানিটি সরকারি সিকিউরিটিজ ক্রয়, পুঁজিবাজারে বিনিয়োগ, স্থায়ী আমানতে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
নন-লাইফ বীমা খাতের এই কোম্পানির ৩১ ডিসেম্বর ২০২১ সালে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি নীট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২০ টাকা ৯৬ পয়সা এবং পুনর্মূল্যায়ন বাদে শেয়ারপ্রতি নীট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ৪৮ পয়সা। আর শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৮২ পয়সা।
কোম্পানিটিকে পুঁজিবাজারে আনতে ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড; প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও ইসি সিকিউরিটিজ লিমিটেড এবং নিরীক্ষক হিসেবে কাজ করেছে ইসলাম আফতাব এন্ড কোং, চার্টার্ড একাউন্ট্যান্টস।
পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আগে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না বলে শর্তজুড়ে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
Posted ৫:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
bankbimaarthonity.com | rina sristy