নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২২ অক্টোবর ২০২২ | প্রিন্ট | 209 বার পঠিত
বীমা খাতে যারা আইন মেনে কাজ করবে আমরা তাদের প্রশংসা করব, যারা আইন মেনে কাজ করবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আইডিআরএ চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।
শনিবার পপুলার লাইফ ইন্সুরেন্সের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনকারী মাঠ পর্যায়ের কর্মী ও কর্মকর্তাদের নিয়ে কক্সবাজারের হোটেল সী প্যালেসে তিনদিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবদুল্যাহ হারুন পাশা, আইডিআরএ’র নির্বাহী পরিচালক মোঃ হারুন-অর-রশিদ।
Posted ১:৩৭ অপরাহ্ণ | শনিবার, ২২ অক্টোবর ২০২২
bankbimaarthonity.com | rina sristy