| মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ | প্রিন্ট | 213 বার পঠিত
সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের জন্য একক ও স্বাস্থ্যবীমা কার্যক্রম পরিচালনার অনুমতি চেয়ে প্রোটেক্টিভ ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের করা আবেদন নাকচ করে দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
কর্তৃপক্ষের ১৫৫ তম সভায় অনুমোদন না দেয়ার এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে সূত্র জানিয়েছে।
বীমা আইনে আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য বীমা কার্যক্রম পরিচালনার কোনো বিধান না থাকা ও আবেদনকারী কোম্পানির সার্বিক আর্থিক অবস্থা এবং কার্যক্রম বিস্তারিত পর্যালোচনাক্রমে অনুমোদন না দেয়ার এই সিদ্ধান্ত নেয়া হয় বলে সভার কার্যবিবরণীতে উল্লেখ করা হয়।
একইসঙ্গে বিষয়টি অবহিত করে প্রোটেক্টিভ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে চিঠি পঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।
তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চিঠি পাননি বলে ব্যাংক বীমা অর্থনীতিকে জানিয়েছেন কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা ডা. কিশোর বিশ্বাস।
সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে একক ও স্বাস্থ্যবীমা কার্যক্রম পরিচালনার অনুমতি চেয়ে সম্প্রতি আইডিআরএ আবেদন করে প্রোটেক্টিভ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স।
Posted ৭:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
bankbimaarthonity.com | rina sristy