| বুধবার, ২১ জুন ২০২৩ | প্রিন্ট | 257 বার পঠিত
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জুন) ভার্চুয়ালি সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তফা কামাল।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক বিউটি আক্তার, মো. আলমগীর হোসেন খাঁন এফসিএমএ, তাহমিনা বিনতে মোস্তফা, তায়েফ বিন ইউসুফ, তানজিমা বিনতে মোস্তফা, ওয়াশিকুর রহমান, তানভীর আহমেদ মোস্তফা, তাসনিম বিনতে মোস্তফা এবং মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানা উল্লাহ, প্রধান অর্থ কর্মকর্তা শেখ বিল্লাল হোসেন এফসিএ এবং কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তা ও সাধারণ বিনিয়োগকারী।
সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব মো. মাসুদ রানা।
সভায় ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা করেন পরিচালনা পর্ষদ সদস্য ও বিনিয়োগকারীরা। উল্লেখ্য, আলোচ্য বছরে কোম্পানির মোট প্রিমিয়াম একশ কোটি ১৫ লাখের বিপরীতে নিট প্রিমিয়াম হয়েছে ৬৪ কোটি ৫৭ লাখ টাকা। আগের বছর এক্ষেত্রে ছিল ৮৭ কোটি ২ লাখ টাকার বিপরীতে ৫৮ কোটি ৬৬ লাখ টাকা। এছাড়া বিনিয়োগ ও অন্যান্য আয় হয়েছে যথাক্রমে ১১ কোটি ৬৩ লাখ টাকা যা আগের বছর ছিল ৮ কোটি ৮৯ লাখ টাকা।
প্রতিষ্ঠানটি আলোচ্য বছরে অবলিখন মুনাফা দাঁড়িয়েছে ১৫ কোটি ৬৯ লাখ টাকা আয় করে যা ২০২১ সালে ছিলো ১৩ কোটি ৩১ লাখ টাকা। প্রতিষ্ঠানটির সম্পদ গত বছরের দুশত কোটি ৪৪ লাখ টাকার থেকে বৃদ্ধি পেয়ে ২৩২ কোটি ৬৪ লাখ টাকায় দাঁড়িয়েছে। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৪ টাকা এবং ২৩.৮০ টাকা, যা আগের বছর ছিল ৩.২৩ টাকা এবং ২১.৮৫ টাকা।
সমাপ্ত বছরে প্রতিষ্ঠানটির এমন ব্যবসায়িক সাফল্যে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে যা বিনিয়োগকারীদের সর্বসম্মতিক্রমে সভার অন্যান্য কর্মসূচীর সাথে অনুমোদন লাভ করে।
Posted ৮:৩৩ অপরাহ্ণ | বুধবার, ২১ জুন ২০২৩
bankbimaarthonity.com | rina sristy