নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৪ জুন ২০২৩ | প্রিন্ট | 379 বার পঠিত
রাজধানী ঢাকা বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে অন্যতম। বায়ু, শব্দ ও ধুলাদূষণে এই শহর বসবাসের অযোগ্য হয়ে উঠছে। ঢাকাসহ সারাদেশকে বায়ু, শব্দ ও ধুলাদূষণ মুক্ত করার লক্ষ্যে জনসচেতনতা বাড়ানোর জন্যে গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি পালন করে। শনিবার (২৪ জুন) প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় আল-রাজি কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে গ্লোবাল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, বিশ্বের সাথে তালমিলিয়ে সর্বক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু গ্লোবাল ইন্স্যুরেন্স মনে করে শুধু প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার যেসব সূচক রয়েছে সেগুলোতে আমরা অনেক পিছিয়ে রয়েছি। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বিভিন্ন দূষণরোধে জনগণকে সচেতন করার লক্ষ্যে গ্লোবাল ইন্স্যুরেন্সের পক্ষ থেকে সারা বাংলাদেশে আমাদের যে ৬৩টি শাখা রয়েছে সেগুলোর সামনে মানববন্ধন কর্মসূচির পাশাপাশি বিভিন্ন ব্যানার, ফেস্টুন প্রদর্শনসহ পথচারীদের লিফলেট বিতরণ করা হবে।
তিনি আরো বলেন, আজকে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে বিশ্বের শীর্ষপর্যায়ের নেতৃবৃন্দ থেকে সচেতন মানুষ সবাই উদ্বিগ্ন। গ্রীণ হাউজ ইফেক্ট ও গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বিশ্ব আজ হুমকির সম্মুখীন। বিশ্বের বিভিন্ন দেশে উচ্চ তাপমাত্রার কারণে অগ্নি দূর্ঘটনা, সুনামি, ঝড় হচ্ছে সেগুলোর মূল কারণ প্রাকৃতিক দূষণ। সরকারের পাশাপাশি প্রত্যেক নাগরিক যদি প্রাকৃতিক ভারসাম্য রক্ষাও দূষণরোধে নিজ নিজ জায়গা থেকে উদ্যোগ গ্রহণ করে তাহলে শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বকে আমরা বাঁচাতে পারবো। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও দূষণরোধে জনগণকে সচেতন করার লক্ষ্যে গ্লোবাল ইন্স্যুরেন্স আগামী দিনগুলোতেও এ কর্মসূচি অব্যাহত রাখবে।
কর্মসূচিতে গ্লোবাল ইন্স্যুরেন্সের সিনিয়র উপদেষ্টা এ বি এম নূরুল হক বলেন, বায়ুদূষণ, ধুলাদূষণ এবং শব্দদূষণ আমাদের পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আমরা সচেতন হলে এসব দূষণ থেকে আমাদের পরিবেশ রক্ষা করতে পারি। আমরা রাস্তা-ঘাটে ময়লা না ফেললে, অযথা হর্ণ না বাজালে, আমাদের চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখলে আমরা একটি নির্মল পরিবেশ উপভোগ করতে পারি।
তিনি আরো বলেন, আমরা ঢাকাকে সবুজ ঢাকায় পরিণত করবো ইনশাআল্লাহ। আমরা মেয়র মহোদয়দের সাথে আছি। আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। আমাদের সহযোগিতা আপনারা নিন। আপনারা যাতে আপনাদের কার্যক্রমকে ভালোভাবে পরিচালনা করতে পারেন সেজন্য আপনাদের সাথে আমাদের ক্ষুদ্র সহযোগিতা যোগ করবো। প্রয়োজনে বীমা খাতসহ অন্যান্যে খাতে যারা রয়েছি সকলকে এখানে সংযুক্ত করবো এবং দীর্ঘ আন্দোলন গড়ে তুলবো। যাতে আমাদের এই দেশ দূষণ মুক্ত হয়।
শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে বায়ু, শব্দ ও ধুলাদূষণ প্রতিরোধে সচেতনতা মূলক ব্যানার, ফেস্টুন প্রদর্শন এবং পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে গ্লোবাল ইন্স্যুরেন্সের প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারীসহ দেশের প্রত্যেক সচেতন নাগরিক কর্তৃক প্রতি বছর অন্তত একটি করে বৃক্ষ রোপণ করার আহ্বান জানানো হয়। প্রত্যেকের বাসভবনের সম্মুখভাগ পানি ছিটিয়ে ধুলা ওড়া বন্ধ করে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ করা হয়। শব্দদূষণ প্রতিরোধে অযথা গাড়ীর হর্ণ না বাজানোসহ সামাজিক অনুষ্ঠানে উচ্চঃস্বরে মাইক বাজানো বন্ধ করার আহ্বান জানানো হয়। মানববন্ধন কর্মসূচিতে কোম্পানির ঢাকাস্থ সকল শাখা ব্যবস্থাপকবৃন্দ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণসহ বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারীবৃন্দবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ২:১১ অপরাহ্ণ | শনিবার, ২৪ জুন ২০২৩
bankbimaarthonity.com | rina sristy