| বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 321 বার পঠিত
স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ইখতিয়ার উদ্দিন শাহিনকে নতুন করে কোম্পানির চিফ মার্কেটিং অফিসার (সিএমও) হিসেবে নিয়োগ দিতে চায় কোম্পানির পরিচালনা পর্ষদ।
এ জন্য প্রতিষ্ঠানটি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছে তার নিয়োগ অনুমোদন চেয়ে চিঠি দিয়েছে।
এই চিঠির প্রেক্ষিতে কোম্পানির সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ইখতিয়ার উদ্দিন শাহীন গ্রাহকের প্রিমিয়ামের ৬০ লাখ ৭০ হাজার টাকা কোম্পানির ব্যাংক হিসাবে জমা দিয়েছেন কিনা তার প্রমাণপত্র চেয়ে সোমবার (১১ ডিসেম্বর) আইডিআরএ চিঠি দেয় প্রতিষ্ঠানটিকে।
চিঠিতে বলা হয়, কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন শাহীন কোম্পানির প্রিমিয়ামের টাকা তার ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা করার বিষয় স্বীকার করে টাকা ফেরত প্রদানের লিখিত অঙ্গীকারনামা দাখিল করেছিলেন। প্রিমিয়ামের উল্লিখিত টাকা কোম্পানিতে জমা দেওয়ার প্রমাণক (ব্যাংক স্টেটমেন্টসহ) আগামী ৫ দিনের মধ্যে কর্তৃপক্ষে দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ ইখতিয়ার উদ্দিন শাহীনকে গ্রাহকের প্রিমিয়ামের ৬০ লাখ ৭০ হাজার টাকা ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানির ব্যাংক হিসাবে এ অর্থ ফেরত দিতে চিঠি পাঠিয়েছিল। চিঠিতে যথা সময়ে অর্থ ফেরত না দিলে অর্থ তছরুপের জন্য ফৌজদারি মামলাসহ প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
এ বিষয়ে দৈনিক ব্যাংক বীমা অর্থনীতির পক্ষ থেকে ইখতিয়ার উদ্দিন শাহিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।
Posted ৭:৩৫ অপরাহ্ণ | বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
bankbimaarthonity.com | rina sristy