নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 169 বার পঠিত
একাডেমী অব লার্নিং লিমিটেডের প্রশিক্ষণ কার্যক্রম বন্ধে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থা (আইডিআরএ)এর নির্দেশ স্থগিত করেছে হাইকোর্ট। একাডেমী অব লার্নিংয়ের আবেদনের প্রেক্ষিতে আইডিআরএ’র নির্দেশের ওপর হাইকোর্ট এ স্থগিতাদেশ দেয়।
জানা গেছে, বীমা এজেন্ট প্রশিক্ষণ বন্ধে আইডিআরএ’র নির্দেশের বিরুদ্ধে চলতি বছরের ১ আগস্ট হাইকোর্টে রিট পিটিশন দাখিল করে একাডেমী অব লার্নিং লিমিটেড। এই আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট লানিং লিমিটেডের প্রশিক্ষণ কার্যক্রম বন্ধে আইডিআরএ’র নির্দেশর ওপর ৬ মাসের স্থগিতাদেশ দেয়।
এ বিষয়ে জানতে একাডেমী অব লার্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুলতান-উল-আবেদীন মোল্লার সঙ্গে করা যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা ২০১৪ সাল থেকে বীমা এজেন্টদের প্রশিক্ষণ দিয়ে আসছি। এ খাতের উন্নয়নে আমাদের ভূমিকা অনেক। আমরা এ খাতের জন্য আরও কাজ করতে চাই। অথচ আইডিআরএ আমাদের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করছে। তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহারে আমরা বারবার চিঠি দিয়েছি। কিন্তু প্রতিষ্ঠানটি আমাদের আবেদনে সাড়া দেয়নি। তাই বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছি। আদালত আইডিআরএ’র নিষেধাজ্ঞা স্থগিত করেছে। তাই আমাদের প্রশিক্ষণ কার্যক্রম চালাতে কোনো আইনী বাধা নেই।
আইডিআরএ’র নির্দেশের ওপর হাইকোর্টের স্থগিতাদেশের বিষয়ে জানতে চাইলে আইডিআরএ’র মুখপাত্র জাহাঙ্গীর আলম বলেন, আমি হাইকোর্টের স্থগিতাদেশের বিষয়টি জানি না। বিষয়টি জেনে বুঝে পরবর্তী করণীয় নির্ধারণ করব।
Posted ২:৩১ অপরাহ্ণ | সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
bankbimaarthonity.com | rina sristy