নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 63 বার পঠিত
বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) মত বিনিময় সভা বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মতিঝিলে সংগঠনটির অস্থায়ী কার্যালয় পিপলস ইন্স্যুরেন্স ভবনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী।
সভার শুরুতেই জুলাই ২০২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। মত বিনিময় সভায় ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইমাম শাহীন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জয়েন্ট সেক্রেটারী জেনারেল ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন, এক্সিকিউটিভ মেম্বার ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, এক্সিকিউটিভ মেম্বার ও সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) শফিক শামীম পিএসসি।
আরো বক্তব্য রাখেন সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক মিয়া, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হক, সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শামীম হেসেন, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মানজুর নাদিম।
এছাড়াও বক্তব্য রাখেন কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এ.এন.এম ফজলুল করিম মুন্সী, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন, এক্সপ্রেস ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. বদিউজ্জামান লস্কর, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. সারোয়ার জাহান জামিল প্রমুখ।
Posted ২:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
bankbimaarthonity.com | rina sristy