| বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ | প্রিন্ট | 359 বার পঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন কোম্পানির সহ-সভাপতি ড. তানভীর আহমদ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক মোহাম্মদ সিরাজুল করিম, মো. কামাল উদ্দিন, আরিফ সুলেমান এবং সহ-সভাপতি ইউসুফ আবদুল্লাহ আল-রাজিসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও
সাধারণ বিনিয়োগকারীরা। সভা সঞ্চালনা করেন কোম্পানির সচিব জে কিউ এম হাবিবুল্লাহ এফসিএস।
সভায় ৩১ ডিসেম্বর, সমাপ্ত অর্থ বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা করেন পরিচালনা পর্ষদ সদস্য ও বিনিয়োগকারীরা। গত বছর ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ৮৩ পয়সা, আগের বছরে যা ছিল ২ টাকা ৯৯ পয়সা। ২০২২ সাল শেষে সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৪৩ টাকা ২১ পয়সায়। আগের বছরে যা ছিল ৪০ টাকা ৮২ পয়সায়। বছর সমাপান্তে ব্যবসায়িক এমন পরিসংখ্যানের প্রতি লক্ষ্য রেখে বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদনসহ পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারনসহ যাবতীয় আলোচ্যসূচি শেযারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদিত হয়।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে ব্যাংকটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ, অর্থাৎ শেয়ারপ্রতি এক টাকা করে লভ্যাংশ দিয়ে আসছে।
Posted ৬:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
bankbimaarthonity.com | rina sristy