নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৬ মে ২০২৩ | প্রিন্ট | 194 বার পঠিত
বীমাখাতের একটি চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যেও এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের যাত্রা এবং এগিয়ে যাওয়াকে সাধুবাদ জানিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।
গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে কোম্পানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শাহ জামাল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি আইডিআরএ’র সদস্য (লাইফ) কামরুল হাসান, গেস্ট অব অনার কোম্পানিটির চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ বক্তব্য রাখেন।
এনআরবি কর্তৃপক্ষের উদ্দেশ্যে আইডিআরএ চেয়ারম্যান বলেন, বীমাখাতে আপনারা পলিসি ও বিপণনের ক্ষেত্রে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসতে পারেন এবং এগুলো বাস্তবায়ন করতে পারেন।
তিনি বলেন, আমি মনে করি এনআরবি লাইফ সঠিক পথেই আছে এবং গ্রাহকের অর্থকে শুধু ব্যবসা মনে না করে আমানত মনে করে এগিয়ে যাবে।
এ সময় এনআরবির লাইফ ফান্ড ভালো বলে প্রশংসা করেন আইডিআরএ চেয়ারম্যান।
Posted ৭:৩৭ অপরাহ্ণ | শনিবার, ০৬ মে ২০২৩
bankbimaarthonity.com | rina sristy