বৃহস্পতিবার ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ডন সিকিউরিটিজ লিমিটেডের বিনিয়োগকারীদের টাকা ফেরত দিচ্ছে ডিএসই

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০   |   প্রিন্ট   |   231 বার পঠিত

ডন সিকিউরিটিজ লিমিটেডের বিনিয়োগকারীদের টাকা ফেরত দিচ্ছে ডিএসই

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আগামী ২৩ নভেম্বর ২০২০ এর মধ্যে ডন সিকিউরিটিজ লিমিটেডের বিনিয়োগকারীদের পাওনা পরিশোধ করবে। তবে তার জন্য গ্রাহকদেরকে আগামী ২৩ নভেম্বর ২০২০ এর মধ্যে ডিএসইতে জানানোর জন্য বলা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর ১৪১তম সদস্য ব্রোকারেজ হাউজটির বিনিয়োগকারীরা দীর্ঘদিন ধরে তাদের পাওনা অর্থ ফেরত পাচ্ছেন না।


এ বিষয়ে ডিএসইর একাধিক কর্মকর্তা জানান, ডিএসই ট্রেক-১৪১ ডন সিকিউরিটিজের গ্রাহকদের অর্থ ও শেয়ার পরিশোধ করা হচ্ছে। ফলে প্রতিষ্ঠানটির নিকট ক্লায়েন্ট অ্যাকাউন্ট ও বিও অ্যাকাউন্টগুলোর সিকিউরিটিজ কেনা-বেচা সংক্রান্ত অর্থ অথবা শেয়ার পাওনা থাকলে আগামী ২৩ নভেম্বর ২০২০ এর মধ্যে ডিএসইতে জানানোর জন্য বলা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, ‘www.dse.com.bd/complaintCell_TREC_d.php’ এর লিঙ্কে রক্ষিত বাংলা/ইংরেজি অভিযোগ ফরমের মাধ্যমে গ্রাহকদের পাওনার সকল তথ্যাবলী পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ ডিএসইর ‘প্রধান রেগুলেটরি অফিসার’ (ডিএসই টাওয়ার রোড নং-২১, নিকুঞ্জ-২ ঢাকা) বরাবার আবেদন করার অনুরোধ জানানো যাচ্ছে। এই সময়ের পরে আবেদন করা হলে পরবর্তীতে আর গ্রহণ করা হবে না।

ডন সিকিউরিটিজ মতিঝিলের ঢাকা স্টক এক্সচেঞ্জ ৯-এফ ভবনের ৩১১, ৩১২ কক্ষে অবস্থিত। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নাগিনা হাসিন।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১২:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।