বিবিএনিউজ.নেট | বুধবার, ২০ জানুয়ারি ২০২১ | প্রিন্ট | 360 বার পঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশের অ্যাক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন বলেছেন, দেশের দারিদ্র্যনিরসনে সরকারের গৃহীত পদক্ষেপগুলোর বাস্তবায়ন জরুরি। এসডিজি ইয়ুথ ফোরামের উদ্যোগে সোমবার আয়োজিত ‘এসডিজি-১ নো-প্রোভার্টি অ্যান্ড ইটস পারস্পেকটিভ অন বাংলাদেশ’ শীর্ষক ওয়েবিনারের মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ বক্তব্য দেন।
তিনি বলেন, স্বাধীনতা-পরবর্তীকালে দারিদ্র্যবিমোচনে বাংলাদেশের সাফল্য বিশ্বব্যাপী প্রশংসনীয় ছিল। এছাড়াও এমডিজি অর্জন, আর্থসামাজিক উন্নয়নেও দেশের অগ্রগতি দৃশ্যমান হয়েছে। করোনার গ্রাসে সারা বিশ্বের মতো দারিদ্র্যবিমোচনে বাংলাদেশের চলমান অগ্রগতিও চ্যালেঞ্জের মুখোমুখি। বেসরকারি এক সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, করোনা-পূর্ববর্তী যেখানে দারিদ্র্যের হার প্রায় ২০ শতাংশের নিচে নেমে এসেছিল, করোনার ফলে তা আবার ত্বরান্বিত হয়েছে। ফলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের প্রথম লক্ষ্য দারিদ্র্যবিমোচনের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপগুলোর যথাযথ বাস্তবায়ন প্রয়োজন। বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত কর্মপরিকল্পনায় এগোতে হবে বলে জানান তিনি।
এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহারের সভাপতিত্বে ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সহকারী অধ্যাপক ড. শারিন শাহজাহান নওমির সঞ্চালনায় ওয়েবিনারে প্যানেল আলোচক ছিলেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সিকান্দার খান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য জাফর আলম, অর্থনীতিবিদ মো. শাহজাহান সিদ্দিকী, বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ হাওলাদার, ওব্যাট হেল্পার্সের প্রতিষ্ঠাতা আনোয়ার খান, এসডিজি ইয়ুথ ফোরামের দপ্তর সম্পাদক মিনহাজুর রহমান শিহাব, এসডিজি ইয়ুথ ফোরাম’র ঢাকা টিমের কো-অর্ডিনেটর ফারহানা বারি, কমিউনিকেশন অ্যাক্সিকিউটিভ তনিমা রহমান, সদস্য মো. মনির খান প্রমুখ।
Posted ১১:১৮ পূর্বাহ্ণ | বুধবার, ২০ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | Sajeed