বিবিএনিউজ.নেট | মঙ্গলবার, ২১ মে ২০১৯ | প্রিন্ট | 490 বার পঠিত
এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে লার্নিং অ্যান্ড ট্রেইনিং ইনস্টটিউিটে এজেন্ট ব্যাংকিং ডিভিশন ‘জনবল দক্ষতা বৃদ্ধি’ শিরোনামে একটি কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার মো. আবুল বাশার। এজেন্ট ব্যাংকিং বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এ. এইচ. এম রফিকুল ইসলাম, যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক। প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম রিয়াজুল করিম (এফসিএমএ) কর্মশালায় উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া, এজেন্ট ব্যাংকিং ডিভিশন প্রধান মোহাম্মদ শামীম মোরশেদ। প্রিমিয়ার ব্যাংকের ৪০টি শাখার কর্মকর্তারা কর্মশালায় অংশগ্রহণ করেন।
Posted ৩:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ মে ২০১৯
bankbimaarthonity.com | Sajeed