নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট | 243 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভূক্ত ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল ১১ টা ৩০ মিনিটে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কোম্পানি চেয়ারম্যান আজিজুর রহমান। বার্ষিক সাধারণ সভায় সমাপ্ত অর্থ বছরের আর্থিক বিবরণী, নিরীক্ষিত স্থিতিপত্র ও লাভ লোকসান হিসাব নিয়ে বিস্তারিত আলোচনাসহ ২০২২ সালের জন্য অডিটর, চার্টার্ড একাউন্ট্যান্ট ও কমপ্লায়েন্স অডিটর, চার্টার্ড একাউন্ট্যান্টের পুনঃনিয়োগ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন লাভ করে। এছাড়া, সভায় ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থ বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দিতে পারেনি।
ভার্চুয়ালি সভায় উপস্থিত ছিলেন, কোম্পানির পরিচালক মোহাম্মদ মহসীন, প্রতিনিধি পরিচালক জামিরুল ইসলাম, মো. রফিকুর রহমান, স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার রিসাদ ইমাম, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এসএম ইন্তেখাব আলমসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তা ও বিপুল সংখ্যাক শেয়ারহোল্ডারবৃন্দ। সভা সঞ্চালনা করেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মোহাম্মদ সাইদুজ্জামান এফসিএ, এফসিএস।
Posted ২:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২
bankbimaarthonity.com | rina sristy