বিবিএনিউজ.নেট | রবিবার, ২০ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট | 355 বার পঠিত
দেশের পুঁজিবাজারে আগের সপ্তাহের মতো গত সপ্তাহেও (১৩-১৭ ডিসেম্বর) উত্থানে শেষ হয়েছে লেনদেন। ওই সপ্তাহে পুঁজিবাজারের সব সূচক বাড়লেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন কমেছে। তবে আলোচিত সপ্তাহে বিনিয়োগকারীরা প্রায় ১৪ হাজার কোটি টাকার বাজার মূলধন ফিরে পেয়েছেন। এটি বাজার গতিশীল হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে।
ওই সপ্তাহে উভয় পুঁজিবাজার মিলে বিনিয়োগকারীদের ১৩ হাজার ৮৮০ কোটি ৮৬ লাখ ৯৬ হাজার টাকা মূলধন ফিরেছে। এর মধ্যে ডিএসইতে সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ১৬ হাজার ৯৪৭ কোটি ২৩ লাখ ৭১ হাজার টাকায়। আর সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে বাজার মূলধন ছিল ৪ লাখ ১০ হাজার ৬১৭ কোটি ৭৩ লাখ ৩৫ হাজার টাকায। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বিনিয়োগকারীরা ১৩ হাজার ৮৮০ কোটি ৮৬ লাখ ৯৬ হাজার টাকা মূলধন ফিরে পেয়েছেন।
এদিকে সিএসইতে সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৪৬ হাজার ২৬৯ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকায়। আর সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে বাজার মূলধন ছিল ৩ লাখ ৩৮ হাজার ৭১৮ কোটি ৪৮ লাখ ১০ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইর বিনিয়োগকারীরা ৭ হাজার ৫৫১ কোটি ৩৬ লাখ ৬০ হাজার টাকা মূলধন ফিরে পেয়েছেন।
গত সপ্তাহে চার কার্যদিবসে ডিএসইতে ৩ হাজার ৬৫৯ কোটি ৮২ লাখ ৯২ হাজার ৪১৪ টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহ থেকে ৫১৩ কোটি ৫৮ লাখ ৩১ হাজার ৪১৯ টাকা বা ১২.৩১ শতাংশ কম হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ১৭৩ কোটি ৪১ লাখ ২৩ হাজার ৮৩৩ টাকার।
গত কয়েক মাসে বাজারে যে গতির সঞ্চার হয়েছে এটি ধরে রাখার জন্য চেষ্টা থাকতে হবে। এর ফলে কয়েক বছর বাজারে ক্ষতি হয়েছে সেটি কিছুটা হলেও কাটিয়ে নেয়া সম্ভব হবে।
Posted ১:৪৮ অপরাহ্ণ | রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed