বিবিএনিউজ.নেট | রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট | 504 বার পঠিত
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) ২০২০-২১ সালের মেয়াদে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইবিএল ইনভেস্টমেন্টের প্রতিনিধি হিসাবে ইবিএল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ছায়েদুর রহমান ও সাধারন সম্পাদক পদে বিএমএসএল ইনভেস্টমেন্টের এমডি মো. রিয়াদ মতিন নির্বাচিত হয়েছেন।
শনিবার বিএমবিএ’র কার্যনির্বাহি সদস্যরা তাদেরকে নির্বাচিত করেছেন।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে আইসিবি ক্যাপিটাল ম্যানেজম্যান্টের ভারপ্রাপ্ত সিইও সোহেল রহমান, সহ-সভাপতি পদে আইডিএলসি ইনভেস্টমেন্টের এমডি মো. মনিরুজ্জামান ও ট্রেজারার পদে সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেসের এমডি মো. আবু বকর নির্বাচিত হয়েছেন।
অপরদিকে কার্যকরি কমিটির সদস্যরা হলেন- এএফসি ক্যাপিটালের সিইও মাহবুব এইচ মজুমদার, আলফা ক্যাপিটাল ম্যানেজম্যান্টের এমডি ও সিইও নুর আহামেদ, সন্ধানী লাইফ ফাইন্যান্সের এমডি ও সিইও মুহাম্মদ নজরুল ইসলাম, বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের এমডি ও সিইও মো. হামদুল ইসলাম এবং এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের এমডি ও সিইও মো. ওবায়দুর রহমান।
এর আগে গত ৪-১৪ নভেম্বর নির্ধারিত ১১ কার্যনির্বাহি সদস্যে পদে ১০ জন আবেদন করেন। অর্থাৎ সবাই বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। যাদের মধ্য থেকে আজ সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারন সম্পাদকসহ অন্যান্য পদগুলোতে নির্বাচিত করা হয়েছে।
এবারের নির্বাচনে মুহাম্মদ এ হাফিজকে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান করে ঘোষিত এ নির্বাচন সিডিউল ঘোষণা করা হয়। এতে সদস্য করা হয় তানিয়া শারমিন ও মো. ইসরাইল হোসেনকে।
গত ৪ নভেম্বর কার্যনির্বাহি সদস্য পদের জন্য মনোনয়ন পত্র বিতরন শুরু হয়। যা দাখিলের জন্য সর্বশেষ সময়সীমা ছিল ১৪ নভেম্বর। যা যাছাই-বাছাই শেষে ১৬ নভেম্বর বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। প্রার্থিতা প্রত্যাহারের জন্যে ২৮ নভেম্বর পর্যন্ত সময় ছিল। একইদিন বিকাল ৪টায় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়।
Posted ১:৪০ অপরাহ্ণ | রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed