বিবিএনিউজ.নেট | সোমবার, ০৪ মার্চ ২০১৯ | প্রিন্ট | 561 বার পঠিত
আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালীকরণে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। ‘স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু ইনেবল সার্ভিস ডেলিভারি’ প্রকল্পের আওতায় এই ঋণ অনুমোদন করেছে সংস্থাটি। বাংলাদেশি মুদ্রায় এ ঋণের অংক দাঁড়াচ্ছে প্রায় ৮৪০ কোটি টাকা।
বিশ্বব্যাংকের ওয়াশিংটন সদরদফতরে ঋণ অনুমোদনের কথা রোববার সংস্থাটির ঢাকা অফিসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, এই ঋণ সরকারের সরকারি আর্থিক ব্যবস্থাপনা (পিএফএ) অ্যাকশন প্ল্যান ২০১৬-২০২১ বাস্তবায়নে সহায়তা করবে। সরকারের বিভিন্ন সংস্থায় আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতেও সাহায্য করবে এই ঋণ। স্থিতিশীলতাও আনবে আর্থিক খাতে।
ঋণ প্রসঙ্গে বিশ্বব্যাংকের বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি ডানডান চেন বলেন, গত দুই দশকে বাংলাদেশ আর্থিক ব্যবস্থাপনায় ভালো করেছে। আমরা আশা করছি বিশ্বব্যাংকের ঋণ সরকারের বিভিন্ন সংস্থার আর্থিক ব্যবস্থাপনায় শক্তিশালী করবে।
এ ঋণ পরিশোধ করতে হবে ৩০ বছরে। প্রথম পাঁচ বছর সুদ দেয়া লাগবে না। পরবর্তী সময়ে ১ দশমিক ২৫ শতাংশ হারে সার্ভিস চার্জ দিতে হবে।
Posted ১:২১ অপরাহ্ণ | সোমবার, ০৪ মার্চ ২০১৯
bankbimaarthonity.com | Sajeed