নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১১ মে ২০২১ | প্রিন্ট | 421 বার পঠিত
পুঁজিবাজারভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র অনুমোদন পেয়েছেন মো. হাসান তারিক। গত ৬ মে আইডিআরএ এ নিয়োগ অনুমোদন করে বলে জানিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা সূত্র।
সূত্র জানায়, চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত মোট তিন বছরের জন্য তার সিইও পদ অনুমোদন করা হয়। তবে এজন্য আটটি শর্ত আরোপ করেছে আইডিআরএ। এরমধ্যে নির্ধারিত বেতন প্রতিবছর ক্রমান্বয়ে বৃদ্ধি, চুক্তির মেয়াদের মধ্যে বেতন-ভাতা ও অন্যান্য সুবিধার ক্ষেত্রে তারতম্য না করা, বীমা আইন-নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন ও সংশ্লিষ্ট অন্যান্য আইন মোতাবেক কোম্পানি পরিচালনার বাধ্যবাধকতা, নিয়োগ আবেদনে কোন তথ্য পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ অনুমোদন বাতিল এবং চুক্তির বাইরে অন্যান্য সুবিধাদি যেমন- প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লভ্যাংশ ও কমিশন গ্রহণ না করার বিষয়টি উল্লেখ রয়েছে।
এর আগে সিইও চলতি দায়িত্বে গত ১ জানুয়ারি তাকে নিয়োগ দেয় কোম্পানির পরিচালনা পর্ষদ। এরপর গত ১৭ জানুয়ারি তার নিয়োগ অনুমোদনের জন্য আইডিআরএতে চিঠি দেয়া হয়। আইডিআরএ যাচাই-বাছাই শেষে গত ২৯ এপ্রিল খসড়া অনুমোদন দেয়। পরবর্তীতে ৫ মে নিয়োগ আবেদনে আইডিআরএ চেয়ারম্যান ড. মোশাররফ হোসেন স্বাক্ষর করে তার নিয়োগ অনুমোদন চূড়ান্ত করেন।
Posted ১২:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ মে ২০২১
bankbimaarthonity.com | rina sristy