| রবিবার, ২৪ অক্টোবর ২০২১ | প্রিন্ট | 213 বার পঠিত
সোনালী ব্যাংকের নতুন জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. রেজাউল করিম।
রোববার (২৪ অক্টোম্বর) ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রেজাউল করিম সম্প্রতি পদোন্নতি লাভ করে জেনারেল ম্যানেজার হিসেবে ব্যাংকের সর্ববৃহৎ শাখা স্থানীয় কার্যালয়ের প্রধান হিসেবে যোগদান করেছেন। পদোন্নতির আগে তিনি একই শাখায় জেনারেল ম্যানেজার (ইনচার্জ) হিসেবে দ্বায়িত্ব পালন করছিলেন।
রেজাউল করিম ১৯৯২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং ১৯৯৩ সালে মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে ১৯৯৪ সালে সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। সুদীর্ঘ চাকরি জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা যেমন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর শাখা, প্রিন্সিপাল অফিস প্রধান, প্রিন্সিপাল অফিস, বঙ্গবন্ধু এভিনিউ ঢাকা (সেন্ট্রাল), খুলনা জিএম অফিসের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।
রেজাউল করিম বিভিন্ন সময় দেশ ও বিদেশে ব্যাংকিং বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেন। তিনি বেশ কয়েকবার সোনালী ব্যাংকের শ্রেষ্ঠ শাখা প্রধান হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। রেজাউল করিম ১৯৬৭ সালে কুমিল্লা জেলার হোমনা উপজেলায় জন্মগ্রহণ করেন।
Posted ৬:৫৫ অপরাহ্ণ | রবিবার, ২৪ অক্টোবর ২০২১
bankbimaarthonity.com | rina sristy