বিবিএনিউজ.নেট | বুধবার, ২৯ মে ২০১৯ | প্রিন্ট | 617 বার পঠিত
অনলাইন ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন সার্ভিস নিয়ে ঢাকা ব্যাংক ও আইপিডিসি ফিন্যান্স লিমিটেডের মধ্যে ২১ মে এক চুক্তি স্বাক্ষর হয়। এ চুক্তির আওতায় ঢাকা ব্যাংক আইপিডিসি ফিন্যান্সের গ্রাহকদের অটোমেটেড ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিস প্রদান করবে।
অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান এবং আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোমিনুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর ও হস্তান্তর করেন।
অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এএমডি এমরানুল হক, ডিএমডি (অপারেশন) সাকির আমিন চৌধুরী, ডিএমডি (রিস্ক ম্যানেজমেন্ট) একেএম শাহনেওয়াজ এবং আইপিডিসি ফিন্যান্সের ডিএমডি ও হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন কায়সার হামিদ, ডিএমডি ও হেড অব বিজনেস ফিন্যান্স রিজওয়ান দাউদ শামস, নাভেদ ওয়াহেদ আসিফ, হেড অব ট্রেজারি ও অ্যাক্টিং সিএফও, মাহজাবিন ফেরদৌস, হেড অব করপোরেট কমিউনিকেশনসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ১:৪২ অপরাহ্ণ | বুধবার, ২৯ মে ২০১৯
bankbimaarthonity.com | Sajeed