বিবিএনিউজ.নেট | সোমবার, ২৪ জুন ২০১৯ | প্রিন্ট | 496 বার পঠিত
সুশাসনের অভাবে ব্যাংক খাতে ঝুঁকি বাড়ছে। খেলাপি ঋণ ক্রমাগত বাড়ছে। সরকারের নিয়ন্ত্রণ এ খাতের সংকট আরও বাড়াচ্ছে। এ অবস্থা চলতে থাকলে ব্যাংকের প্রতি জনগণের আস্থা কমে যাবে। অর্থনৈতিক ভাবনা ও সুশাসনের চ্যালেঞ্জবিষয়ক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে মহাখালীর ব্র্যাক সেন্টারে সেমিনারে সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান অধ্যাপক ড. এম আতাউর রহমান। সংস্থার নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর।
সেমিনারে জাতিসংঘের মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয়ের সাবেক পরিচালক ড. সেলিম জাহান বলেন, অর্থনৈতিক সুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নীতিমালা যত সহজ হোক না কেন, প্রতিষ্ঠান সৎ না হলে সুশাসন আসবে না। সুশাসন নিশ্চিত করতে হলে প্রতিষ্ঠানের কার্যক্রম দৃশ্যমান থাকতে হবে। জবাবদিহি কাঠামো থাকতে হবে।
এমএ মান্নান বলেন, ব্যাংক খাত নিয়ে অনেক কথাই হচ্ছে। তবে এমন পরিস্থিতি হয়নি যে, এ খাত বন্ধ হয়ে পড়ছে। বর্তমান পরিস্থিতিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যাংকে লুট হচ্ছে। শেয়ার বাজারের অর্থ লুট হচ্ছে। করের টাকা থেকে ব্যাংকগুলোকে আবার অর্থ জোগান দেওয়া হচ্ছে। আতাউর রহমান বলেন, এ মুহূর্তে সবচেয়ে দুর্ভাবনা হচ্ছে ব্যাংক খাত। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজউদ্দিন খান বলেন, ব্যাংক খাতের নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংকের হাতে নেই। আরও বক্তব্য দেন এনবিআরের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সাবেক সভাপতি সাহেদুল ইসলাম হেলাল প্রমুখ।
Posted ১:৫৯ অপরাহ্ণ | সোমবার, ২৪ জুন ২০১৯
bankbimaarthonity.com | Sajeed