বিবিএনিউজ.নেট | সোমবার, ১৯ আগস্ট ২০১৯ | প্রিন্ট | 469 বার পঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কক্সবাজার ও রামু শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্রপ্রধান ও সহকারী কেন্দ্রপ্রধানদের দ্বিবার্ষিক সম্মেলন ১৬ আগস্ট স্থানীয় এক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মাহবুব উল আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডাইরেক্টর ডা. তানভীর আহমেদ, প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রুরাল ডেভেলপমেন্ট ডিভিশনপ্রধান এম. জুবায়ের আজম হেলালী। স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান জি. এম. মোহাম্মদ গিয়াস উদ্দীন কাদের।
প্রধান অতিথি বলেন, ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছে। এ প্রকল্প ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে দেশের দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করা ও তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি ক্ষুদ্র বিনিয়োগের পাশাপাশি শিক্ষার হার বৃদ্ধি ও স্বাস্থ্যের উপর গণসচেতনতা বিষয়ে গুরুত্বারোপ করেন।
সভাপতি বলেন, পল্লী উন্নয়ন প্রকল্প ইসলামী ব্যাংকের একটি কল্যাণমূলক প্রকল্প। দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামগ্রিক উন্নয়ন সাধনের জন্য ইসলামী ব্যাংক এ প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে। ব্যাংকের এই প্রকল্প দেশের ২২ হাজার গ্রামে বিস্তৃত; যার সদস্য সংখ্যা প্রায় সাড়ে ১১ লাখ।
Posted ১০:৪৬ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ আগস্ট ২০১৯
bankbimaarthonity.com | Sajeed