বিবিএনিউজ.নেট | বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯ | প্রিন্ট | 487 বার পঠিত
ব্র্যাক ব্যাংক লিমিটেডে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন মোহম্মদ মাসুদ রানা এফসিএ। তিনি পাবলিক অ্যাকাউন্টিং, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল ও ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ২৩ বছরের অভিজ্ঞ।
২০০১ সালে বেক্সিমকো’র গার্মেন্টস ও টেক্সটাইল বিভাগে ফাইন্যান্স ম্যানেজার হিসেবে যোগ দেয়ার আগে তিনি এসএফ আহমেদ অ্যান্ড কোম্পানি’তে কর্মজীবন শুরু করেন। এরপর ২০০৪ সালে ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার হিসেবে সানোফি-এভেন্টিসে যোগ দেন। এরপর ২০০৬ সালে ফাইনান্সিয়াল কন্ট্রোলার হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশে কর্মজীবন শুরু হয়।
২০১৬ সালে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিএফও’র দায়িত্ব গ্রহণ করেন। ব্র্যাক ব্যাংকে যোগদানের আগে তিনি ঢাকা ব্যাংক লিমিটেডের সিএফও হিসেবে কর্মরত ছিলেন। আইসিএবি’র ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মাসুদ রানা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। আরো পড়ুন : ব্র্যাক ব্যাংককে ৩ কোটি ডলার ঋণ দেবে সিডিসি
Posted ৩:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed