নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২১ আগস্ট ২০২০ | প্রিন্ট | 405 বার পঠিত
বিশ্বখ্যাত সানাই বাদক ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেবের ১৫ তম প্রয়াণ দিবস আজ।
বিসমিল্লাহ খান (২১ মার্চ, ১৯১৬-২১ আগস্ট, ২০০৬)
একজন সানাই বাদক। উচ্চাঙ্গ শাস্ত্রীয় সংগীত জগতে তিনি অবিস্মরণীয় এক ব্যক্তিত্ব। উচ্চাঙ্গ সংগীত জগতের যন্ত্র হিসেবে সানাইকে প্রতিষ্ঠিত করবার একক কৃতিত্ব তার।
বিসমিল্লাহ খান ১৯১৬ সালের ২১ মার্চ জন্মগ্রহণ করেন। তার বাবা পয়গম্বর খান ও মা মিঠান। তার পূর্বপুরুষেরা বিহারের ডুমরাও রাজ্যের রাজ সংগীতজ্ঞ ছিলেন। তার সংগীত গুরু ছিলেন বারানসির বিশ্বনাথ মন্দিরের সানাই বাদক প্রয়াত আলী বকস্ বিলায়াতু। ১৯৩৭ সালে কলকাতায় অল ইন্ডিয়া মিউজিক কনফারেন্সে সানাই বাজিয়ে একে ভারতীয় সংগীতের মূল মঞ্চে নিয়ে আসেন। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি দিল্লির লাল কেল্লায় অনুষ্ঠিত ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবসে রাগ কাফি বাজিয়ে দর্শকদের মুগ্ধ করেন। আফগানিস্তান, ইউরোপ, ইরান, ইরাক, কানাডা, পশ্চিম আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, জাপান, হংকংসহ পৃথিবীর অনেক দেশে তিনি বাজিয়েছেন।
তিনি অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। উল্লেখযোগ্য হলোঃ ভারতরত্ন (২০০১), পদ্মবিভূষণ (১৯৮০), পদ্মভূষণ (১৯৬৮), পদ্মশ্রী (১৯৬১), সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার (১৯৫৬), মধ্য প্রদেশ সরকারের তানসেন পুরস্কার, ইরান প্রজাতন্ত্রের তালার মৌসিকী (১৯৯২) এবং সঙ্গীত নাটক একাডেমির ফেলো (১৯৯৪)। এ ছাড়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে বানারস হিন্দু বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।
Posted ১০:২০ পূর্বাহ্ণ | শুক্রবার, ২১ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | saimun zidne