বিবিএ নিউজ.নেট | শনিবার, ১২ মার্চ ২০২২ | প্রিন্ট | 266 বার পঠিত
শেখ মতিউর রহমান প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ট্রেজারি ডিভিশনের প্রধান ছিলেন।
শনিবার (১২ মার্চ) ব্যাংকটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, মতিউর রহমান ফিন্যান্সিয়াল সেক্টরে ৩৩ বছরেরও বেশি সময় বিশেষ করে ইন্টারন্যাশনাল ডিভিশন, ফরেন রেমিট্যান্স ও ক্রেডিটে কাজ করেছেন। তিনি ১৯৮৯ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি.-এ প্রবেশনারী অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ২০২১ সালে তিনি বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ছিলেন।
রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স-এ অনার্স এবং মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। তিনি তার কর্মময় জীবনে দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ এবং কর্মশালায় অংশগ্রহণ করেছেন।
Posted ৭:১২ অপরাহ্ণ | শনিবার, ১২ মার্চ ২০২২
bankbimaarthonity.com | rina sristy