নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 326 বার পঠিত
ডিবিএল লাইফ ইন্স্যুরেন্স নামে নতুন জীবন বীমা কোম্পানি খুলতে অনাপত্তি সনদ চেয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে (আইডিআরএ) আবেদন করেছে ডিবিএল গ্রুপ।
সম্প্রতি আইডিআরএ’র চেয়ারম্যান বরাবর এই আবেদন করা হয়। আবেদনে বলা হয় ‘বিপুল জনগোষ্ঠিকে সঞ্চয়মুখী ও সাবলম্বী করে জাতীয় উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতায় ভূমিকা রাখার নিমিত্তে এবং নতুন নতুন কর্ম সংস্থান সৃষ্টির উদ্দেশ্যে ডিবিএল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি নামে একটি জীবন বীমা কোম্পানি গঠন করতে আগ্রহী ডিবিএল গ্রুপ।
উল্লেখ্য’ ডিবিএল গ্রুপ দেশের একটি বৈচিত্রময় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সমষ্টি। ডিবিএল গ্রুপ একটি পারিবারিক মালিকানাধীন ব্যবসা যা ১৯৯১ সালে শুরু হয়েছিল। প্রথম কোম্পানিটির নাম ছিল দুলাল ব্রাদার্স লিমিটেড।
বছরের পর বছর ধরে ডিবিএল বাংলাদেশে একটি বৈচিত্রময় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সমষ্টিতে পরিণত হয়েছে। তাদের ব্যবসায়ের মধ্যে রয়েছে পোশাক, টেক্সটাইল, টেক্সটাইল প্রিন্টিং, ওয়াশিং, গার্মেন্টস অ্যাকসেসরিজ, প্যাকেজিং, সিরামিক টাইলস, ফার্মাসিউটিক্যালস, ড্রেজিং, খুচরা এবং ডিজিটাল ট্রান্সফরমেশন পরিষেবা।
Posted ৭:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | rina sristy