নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৪ মে ২০২০ | প্রিন্ট | 487 বার পঠিত
সঞ্চয়ী আমানত প্রকল্পের (ডিপিএস) মাসিক কিস্তি বিলম্বে পরিশোধে জরিমানা মওকুফ করেছে বেসরকারি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক।
বৃহস্পতিবার (১৪ মে) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা কমিটির (ম্যানকম) সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) তারিকুল ইসলাম চৌধুরী।
ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার ঘোষিত সাধারণ ছুটি ঘোষণার দিন থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সব ধরনের ডিপিএস গ্রাহকরা এ সুবিধা পাবেন। মহামারি করোনাভাইরাসের উদ্ভুত পরিস্থিতিতে গ্রাহক স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে এসবিএসি ব্যাংক।
এক বার্তায় এসবিএসি জানিয়েছে, করোনাভাইরাসের প্রেক্ষিতে সরকার ২৬ মার্চ থেকে ধাপে ধাপে ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি বর্ধিত করেছে। এ সময়ে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। এছাড়া মানুষের আয়ও অনেকাংশে কমে গেছে। এ প্রেক্ষিতে গ্রাহকদের ওপর বাড়তি চাপ কমাতে আগামী ৩০ জুন, ২০২০ পর্যন্ত বিলম্বে কিস্তি পরিশোধে জরিমানা ছাড় করা হয়েছে। অর্থাৎ এ সময়ে ডিপিএস গ্রাহক তাদের কিস্তি পরিশোধে অপারগ হলে ব্যাংক কর্তৃক পূর্ব নির্ধারিত জরিমানা ফি মওকুফ করবে। গ্রাহকরা তাদের বকেয়া ডিপিএসের অর্থ জমায় পরবর্তী তিন মাস অতিরিক্ত সময় পাবেন এবং এ সময়ে তাদের নিয়মিত কিস্তিও পরিশোধ করতে হবে। পাশাপাশি যেসব গ্রাহকদের স্কিমের কিস্তির অর্থ ব্যাংক হিসাব থেকে স্বয়ংক্রিয়ভাবে কেটে নেয়ার চুক্তি রয়েছে, তা পর্যাপ্ত তহবিল থাকা সাপেক্ষে অব্যাহত থাকবে। তবে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা অর্থের স্বল্পতা থাকলে তিনিও জরিমানা মওকুফের সুবিধা পাবেন।
এ বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী বলেন, মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী জীবনযাত্রা স্থবির হয়ে গেছে। মানুষের উপার্জনও সঙ্কুচিত হয়েছে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শে সরকার করোনা সংক্রামণ রোধে জনসাধারণকে ঘরে রাখতে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এমতবস্থায় গ্রাহকদের সুবিধা বিবেচনায় ব্যাংকের সব ধরনের সঞ্চয়ী আমানত প্রকল্পের মাসিকভিত্তিক কিস্তি বিলম্বে পরিশোধে জরিমানা আরোপে রেহাই দেয়া হয়েছে। বিলম্বে কিস্তি পরিশোধে সংশ্লিষ্ট গ্রাহকের স্কিমের সুবিধায় কোনো পরিবর্তন আসবে না। এতে করে বিরূপ পরিস্থিতিতে ডিপিএসের কিস্তি জমার বিড়ম্বনা থেকে গ্রাহকরা মুক্তি পাবেন।
Posted ১১:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
bankbimaarthonity.com | saed khan