বিবিএনিউজ.নেট | মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট | 333 বার পঠিত
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘প্রেসের ভাইদের বলছি, মাঝে মাঝে আমরা অনেক ধুলিঝড় দেখি। ওগুলো ধুলিঝড়ই। ধুলিঝড় ৫ মিনিট। আসবে, যাবে। ধুলিঝড় থেকে আমরা সাবধান থাকবো।’
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদে (এনইসি) এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।
তিনি বলেন, ‘মাঝে মাঝে ধুলিঝড় ওড়ে। আমার বাড়ি হাওড়ে। চৈত্র মাসে আমি যখন খেলতাম মাঠে, হঠাৎ করে দেখতাম ঘুরে ঘুরে ধুলা উড়ছে। দৌড়ে কাছে যেতাম। ওটা উড়ে উড়ে চলে যেত। ধুলিঝড় জীবন নয়। দিনরাত ২৪ ঘণ্টা, ধুলিঝড় ৫ মিনিট। আসবে, যাবে। যখন ধুলিঝড় সরে যাবে, পরিষ্কার দেখতে পারবেন আপনারা গাছগাছালি, ঘরবাড়ি সব। সেখানে আপনার জীবন। সেভাবে আমাদের কাজ করতে হবে।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বিশেষ করে প্রেসের ভাইদের বলছি, মাঝে মাঝে আমরা অনেক ধুলিঝড় দেখি। ওগুলো ধুলিঝড়ই। আমাদের আসল কাজ আমাদের মাটিতে, ঘরে, কাগজে, ক্ষেতে-খামারে, বনে, নদী-ঘাটে। ওখানে আমাদের কাজ। ওগুলো আমরা করবো। ধুলিঝড় আসবে, ধুলিঝড় থেকে আমরা সাবধান থাকবো। তারপর চলে যাবে।’
Posted ৩:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারি ২০২১
bankbimaarthonity.com | Sajeed