নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট | 219 বার পঠিত
পণ্যের মূল্যে ভ্যাট অন্তর্ভুক্তির বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিদ্ধান্তের কারণে মূল্য ট্যাগে মূল্য সংযোজন কর বা ভ্যাট আর আলাদাভাবে প্রদর্শিত হবে না।
এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম রোববার ঢাকায় একটি বিক্রয় রশিদের লটারির ড্র অনুষ্ঠানে এ কথা জানান।
তিনি বলেন, এখন থেকে পণ্যের দামে ভ্যাট অন্তর্ভুক্ত করতে হবে। মূল্য ট্যাগে আলাদাভাবে ভ্যাট প্রদর্শিত হবে না। এ নিয়ম গ্রাহকদের বাড়তি স্বস্তি দেবে বলে মনে করেন তিনি।
এ পদক্ষেপের উদ্দেশ্য, ক্রেতারা পণ্য ক্রয়ের সময় যেনো বিক্রেতাদের কাছ থেকে মেশিন-জেনারেটেড রসিদ বা চালান নেয়ার ক্ষেত্রে আগ্রহী হয়, যাতে করে ভ্যাট এড়ানো বন্ধ নিশ্চিত করা যায়।
গত অক্টোবরে কর প্রশাসক বিক্রেতাদের আলাদাভাবে ভ্যাট আদায় না করার নির্দেশ দেন। বলা হয়, রসিদে পণ্য বা পরিষেবার বিবরণ, পরিমাণ এবং ভ্যাট এবং সম্পূরক শুল্ক প্রদর্শন করা প্রয়োজন। মূল্য দেশীয় মুদ্রায় প্রদর্শন করা আবশ্যক।
অনুষ্ঠানে ১০১ জন ক্রেতা যারা ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস ব্যবহার করে এমন দোকান থেকে পণ্য কিনেছেন, তাদের পুরস্কৃত করতে ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ইস্যু করা চালানের ড্র অনুষ্ঠিত হয়।
এ পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠানে ৩ হাজার ৪৭৮টি ইএফডি স্থাপন করেছে এনবিআর। চলতি অর্থবছরে ৬ হাজার ইএফডি মেশিন বসানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
/এস
Posted ৫:৪৪ অপরাহ্ণ | সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১
bankbimaarthonity.com | rina sristy