বিবিএনিউজ.নেট | শনিবার, ০২ মার্চ ২০১৯ | প্রিন্ট | 663 বার পঠিত
‘বিটকয়েন’ সাফল্যের মুখ দেখেনি। এক বছর আগেও বাজারে এই ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রার চল থাকলেও বর্তমানে তার গ্রাফ নিম্নমুখী। অর্থাৎ ‘বিটকয়েন’–এর ওপর ভরসা করতে না পেরে মুখ ফিরিয়েছেন অনেকেই। এই পরিস্থিতিতে এবার সম্পূর্ণ নিজেদের ‘ক্রিপ্টোকারেন্সি’ বিশ্ববাজারে আনতে চলেছে ফেসবুক। নিঃশব্দে এই ব্যাপারে কাজও শুরু করে দিয়েছে বিশ্বের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষ। সম্প্রতি একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে এই তথ্য।
জানা যায়, ৫০ জনের একটি দল আলাদাভাবে এই ক্রিপ্টোকারেন্সির ওপর কাজ করছে। যে দলকে নেতৃত্ব দিচ্ছেন ডেভিড মার্কাস। চলতি বছরেই বাজারে নিজেদের ক্রিপ্টোকারেন্সি আনতে উৎসুক ফেসবুক। মূলত হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা যাতে সহজেই অনলাইনে টাকা পাঠাতে পারেন সে কারণেই নয়া এই ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রাবাজারে আনার ভাবনা ফেসবুকের। শুধু ফেসবুক নয়, টেলিগ্রাম এবং সিগন্যালের মতো মেসেজিং অ্যাপগুলোও নিজেদের পৃথক ক্রিপ্টোকারেন্সি তৈরির ভাবনাচিন্তা করছে। তবে কোনো সংস্থাই এই ব্যাপারে সরাসরি মুখ খোলেনি। ফেসবুকসহ অন্য সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষের কাছে চিন্তার বিষয় কেবল একটিই। আর সেটা হলো বিভিন্ন দেশের সরকার যদি এই ক্রিপ্টোকারেন্সিকে মান্যতা না দেয়, সেক্ষেত্রে কী হবে? ‘বিটকয়েন’–এর মতোই মুখ থুবড়ে পড়বে না তো ওই ‘ক্রিপ্টোকারেন্সি’ বা ডিজিটাল মুদ্রা।
সূত্র: আজকাল
Posted ৫:৩৫ অপরাহ্ণ | শনিবার, ০২ মার্চ ২০১৯
bankbimaarthonity.com | Sajeed