বিবিএনিউজ.নেট | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট | 292 বার পঠিত
রাজধানীতে বিসিক কর্মকর্তাদের চারদিনব্যাপী এক মনিটরিং, ইভ্যালুয়েশন ও রিপোর্টিং প্রশিক্ষণ শেষ হয়েছে। এটি যৌথভাবে আয়োজন করে বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প।
বৃহস্পতিবার উত্তরায় ক্ষুদ্র ও কুটিরশিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটি মিলনায়তনে এ কর্মশালার সমাপনী এবং সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুই ব্যাচের এ প্রশিক্ষণ কর্মশালার প্রথম ব্যাচে বিসিকের ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। মূলত যারা বিভিন্ন প্রকল্পে কর্মরত আছেন তাদের এ প্রশিক্ষণ প্রদান করা হয়, যাতে তারা দক্ষতার সাথে প্রকল্প পরিচালনা, মনিটরিং, ইভ্যালুয়েশন এবং রিপোর্টিং সম্পন্ন করতে পারেন।প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন প্রিজম প্রকল্পের টিমলিডার আলী সাবেত। সনদ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কিটির অধ্যক্ষ মো. শফিকুল আলমসহ শিল্প মন্ত্রণালয়, বিসিক, স্কিটি ও প্রিজম প্রকল্পের কর্মকর্তারা।
Posted ১১:২১ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed