বিবিএনিউজ.নেট | শনিবার, ১৭ অক্টোবর ২০২০ | প্রিন্ট | 491 বার পঠিত
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (বিজিআইসি) প্রতিষ্ঠাতা, বীমাশিল্পের অন্যতম পথিকৃৎ, আন্তর্জাতিকভাবে স্বীকৃত বীমাব্যক্তিত্ব এমএ সামাদের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ।
তিনি ১৯২৩ সালের ১ জানুয়ারি মৌলভীবাজারের কুলাউড়ায় জন্মগ্রহণ করেন। কর্মজীবনে এমএ সামাদ রাষ্ট্রায়ত্ত জীবনবীমা করপোরেশনের ম্যানেজিং ডিরেক্টর পদ থেকে অবসরগ্রহণের পর ১৯৮৫ সালে বেসরকারি খাতের প্রথম সাধারণ বীমা কোম্পানি প্রতিষ্ঠা করেন।
তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা-পরিচালক এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ছিলেন। বাংলা ও ইংরেজিতে তিনি জীবন বীমার ওপর তিনটি এবং সাধারণ বীমার ওপর একটি বই লিখেছেন।
Posted ১:২৫ অপরাহ্ণ | শনিবার, ১৭ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | Sajeed