বিবিএনিউজ.নেট | বুধবার, ২৬ জুন ২০১৯ | প্রিন্ট | 522 বার পঠিত
কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩২তম বার্ষিক সাধারণ সভা আজ বুধবার রাজধানীর আইডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় বিদায়ী ২০১৮ বছরে শেয়াহোল্ডারদের জন্য ১১ শতাংশ (৫ শতাংশ বোনাস ও ৬ শতাংশ নগদ) লভ্যাংশ অনুমোদন দেয়া হয়।
কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কোম্পানি সচিব হাফিজা সুলতানা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ফজলুল করিম মুন্সী, নমিনি পরিচালক এন সি রুদ্র, লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম সামসুদ্দীন আহমেদ, স্বতন্ত পরিচালক ইউসুফ আলী হাওলাদার, প্রফেসর মোহাম্মদ আনসার আলী, আহসান ইবনে কবিরসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার।
কোম্পানিটি বিদায়ী ২০১৮ বছরে গ্রোস প্রিমিয়াম অর্জন করে ৩২ কোটি ৬৬ লাখ টাকা। যা গত অর্থবছওে ছিল ৩০ কোটি ৬১ লাখ টাকা। আলোচ্য সময়ে বিনিয়োগ বৃদ্ধি পেয়ে ৭৭ কোটি ৬০ লাখ ও মোট সম্পদের পরিমাণ ১৩১ কোটি ৩০ লাখ টাকায় দাঁড়িয়েছে।
কোম্পানিটি বার্ষিক সাধারণ সভায় ২০১৮ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ (৫ শতাংশ স্টক ও ৬ শতাংশ ক্যাশ) লভ্যাংশ অনুমোদন করে।
Posted ১:১৪ অপরাহ্ণ | বুধবার, ২৬ জুন ২০১৯
bankbimaarthonity.com | Sajeed