বিবিএনিউজ.নেট | বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯ | প্রিন্ট | 413 বার পঠিত
সোনালী ব্যাংক লিমিটেড ও গ্রামীণ ফোনের মধ্যে বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী গ্রামীণ ফোনের বিজনেস সলিউশন প্যাকেজ সুবিধা গ্রহণ করবে সোনালী ব্যাংক লিমিটেড। চুক্তি স্বাক্ষরের পর সোনালী ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান ও গ্রামীণ ফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার মাইকেল ফলি স্বাক্ষরিত দলিল বিনিময় করেন।
আরো পড়ুন : সোনালী ব্যাংকের নতুন জিএম মো. সাহাজাহান
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাকির হোসেন, এ, কে, এম সাজেদুর রহমান খান, মো. এবনুজ জাহান, মো. জাহিদুল হক, জেনারেল ম্যানেজার মো. শাহেদ আলী ও গ্রামীণ ফোনের চিফ বিজনেস অফিসার মাহমুদ হোসেন, হেড অব কর্পোরেট সেলস নেসার ইউসুফ, জেনারেল ম্যানেজার এ এম সাজ্জাদ হোসেনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরো পড়ুন : জাহিদুল হক সোনালী ব্যাংকের নতুন ডিএমডি
Posted ৩:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed