বিবিএনিউজ.নেট | রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট | 469 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩৮তম বার্ষিক সাধারণ সভা ২২ ডিসেম্বর রাজধানীর ফকিরাপুলে অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান শামসুন নাহার।
সভায় প্রতিষ্ঠানের সিইও মাহবুবুর রহমান পাটোয়ারী বলেন, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড সবসময় নগদ লভ্যাংশ দেয়ার পক্ষে কাজ করে। তাই যদি আমরা আয় বৃদ্ধি করতে পারি, তাহলে লভ্যাংশ বাড়িয়ে দেয়ার চেষ্টা করবো।
সভায় ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বার্ষিক প্রতিবেদন ও শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ১ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২৫ টাকা ৯১ পয়সা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক জাফর আহমেদ পাটোয়ারী, মহসিনা পাটোয়ারী, নাবিহা পাটোয়ারী, স্বতন্ত্র পরিচালক মহিদুল ইসলাম মাহমুদ। সভা সঞ্চালনা করেন কোম্পানি সেক্রেটারি মাকছুদ আহমেদ।
Posted ৩:৪৫ অপরাহ্ণ | রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed