বিবিএনিউজ.নেট | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট | 427 বার পঠিত
ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোকে ডিজিটাল রূপান্তর ঘটাতে ক্লাউড স্টোর চালু করেছে গ্রামীণফোন।
রোববার গ্রামীণফোনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, রোববার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত ‘বেসিস সফট এক্সপো-২০২০’এ ‘গ্রামীণফোন ক্লাউড স্টোর’ প্ল্যাটফর্মের উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিসের ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) মুশফিকুর রহমান। এসময় গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার মাহমুদ হোসেনসহ গ্রামীণফোনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামীণফোন ক্লাউড স্টোর এমন একটি একক প্ল্যাটফর্ম হবে, যা বিভিন্ন সফটওয়্যার অ্যাপ্লিকেশন ও সেবার বিক্রয় এবং বিতরণ সম্পর্কে সব প্রক্রিয়া স্বয়ংক্রিয় করে তুলতে সাহায্য করবে।
গ্রামীণফোন ক্লাউড স্টোরে কেউ কোনো সমস্যার সম্মুখীন হলে এর সমাধানের জন্য প্রতিষ্ঠানটি সপ্তাহের সাতদিন ২৪ ঘণ্টা সেবা দেবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Posted ১১:৫৪ পূর্বাহ্ণ | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed