নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৮ জুন ২০২০ | প্রিন্ট | 306 বার পঠিত
বাংলাদেশকে করোনাভাইরাস মোকাবিলায় প্রায় ৩ হাজার ১০০ কোটি টাকা (৩৩৪ মিলিয়ন ইউরো) ঋণ দিতে আগ্রহী বলে ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গত ২০ মে ইইউ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছিল। ইইউর এই অর্থ গ্রহণের জন্য খুব শিগগিরই অর্থ বিভাগের সচিবের সঙ্গে বৈঠক করবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।
সোমবার (৮ জুন) বিকালে ইআরডির যুগ্ম সচিব মো. আলী হোসেন জাগো নিউজকে বলেন, ‘এটি নিয়ে ফাইন্যান্স সেক্রেটারির সঙ্গে একটি সভা হবে। খুব দ্রুতই সভাটি হবে। তখন সিদ্ধান্ত হলে বিস্তারিত জানাতে পারব। তবে এই মুহূর্তে পরিষ্কার কিছু বলতে পারছি না।’
ঋণের বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ইআরডি সচিব ফাতেমা ইয়াসমিন জাগো নিউজকে বলেন, ‘তারা যত তাড়াতাড়ি আগাবে, ততদ্রুত আমরা পাব। এই ঋণটা কী কাজে দেবে, সেটা ঠিক করতে হবে। যে মন্ত্রণালয় নেবে, তাদেরকে সম্মতি দিতে হবে। নিজেদের মধ্যে একটা আন্তঃমন্ত্রণালয় সভা হবে। ইইউর সঙ্গে আমাদের নেগোসিয়েশন হবে, ঋণের শর্ত নির্ধারণ হবে, আইন মন্ত্রণালয়ের মতামত নেব, তারপরে চুক্তি সই করব। এটার একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া আছে। এটা কী অবস্থায় আছে, সেটা আমি এখনও জানি না। তাই এই ঋণ আমরা কবে নাগাদ পেতে যাচ্ছি, তা এই মুহূর্তে বলতে পারছি না।’
২০ মে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশে নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত রেন্সজে তেরিংক বলেছিলেন, ‘করোনা কোনো সীমানা বোঝে না। তার প্রভাবে সবচেয়ে বিপদগ্রস্ত অরক্ষিত মানুষ যারা কর্মহীন হয়ে পড়েছেন ও চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন, তাদেরকে সহযোগিতা করতে বাংলাদেশকে ৩৩৪ মিলিয়ন ইউরো সহযোগিতা করবে ইইউ। আমরা বিশ্বাস করি, সব বাংলাদেশি বিশেষ করে যারা করোনার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা আমাদের এই সহযোগিতা থেকে উপকৃত হবেন।’
Posted ৮:০৮ অপরাহ্ণ | সোমবার, ০৮ জুন ২০২০
bankbimaarthonity.com | saed khan