বিবিএনিউজ.নেট | মঙ্গলবার, ১৬ জুন ২০২০ | প্রিন্ট | 304 বার পঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রংপুর জোনের বিশেষ ভার্চুয়্যাল ব্যবসায় উন্নয়ন সম্মেলন রোববার অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী এবং মো. ওমর ফারুক খান।
এছাড়া বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, মো. সালেহ ইকবাল, মো. সিদ্দিকুর রহমান ও মো. মোশাররফ হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন, মুহাম্মদ শাব্বির, মো. মাহবুব আলম, মুহাম্মদ সাঈদ উল্যাহ ও জি এম মোহাম্মদ গিয়াস উদ্দিন কাদের। স্বাগত বক্তব্য দেন রংপুর জোনপ্রধান মীর রহমত উল্লাহ ।
প্রধান অতিথি বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে অর্থনীতিকে চাঙ্গা করতে ও মানুষের প্রয়োজন পূরণে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে যা অত্যন্ত প্রশংসনীয়। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নেতৃত্বে সকল ঊর্ধ্বতন নির্বাহীর নিরলস প্রচেষ্টায় ব্যাংকিং খাত সঠিক দিকনির্দেশনা পেয়েছে। তিনি স্বাস্থ্যকর্মী, প্রশাসন, অন্যান্য পরিসেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ব্যাংকার ও সংবাদকর্মীসহ যারা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করেছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
Posted ৩:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জুন ২০২০
bankbimaarthonity.com | Sajeed