বিবিএ নিউজ.নেট | সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট | 216 বার পঠিত
বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এর চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন সরকারের অতিরিক্ত সচিব নাজমুল আহসান। সোমবার (৬ ডিসেম্বর) তিনি নতুন দায়িত্বভার গ্রহণ করেন।
নাজমুল আহসান এর আগে পেট্রোবাংলায় পরিচালক (প্রশাসন) পদে এবং পেট্রোবাংলায় যোগদানেরেআগে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে যুগ্ম সচিব পদে কর্মরত ছিলেন।
তাকে পেট্রোবাংলার চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডার এর ১৩তম ব্যাচের কর্মকর্তা। তিনি খুলনা ও সাতক্ষীরা জেলার জেলা প্রশাসকসহ মাঠ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি সরকারের বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বিভিন্ন পদমর্যাদায় দায়িত্ব পালন করেছেন। নাজমুল আহসান ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
Posted ৭:০৬ অপরাহ্ণ | সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১
bankbimaarthonity.com | rina sristy