বিবিএনিউজ.নেট | বৃহস্পতিবার, ০৯ মে ২০১৯ | প্রিন্ট | 686 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদ ৫০০ কোটি টাকার নন কনভার্টাইবেল বন্ড ছাড়তে চায়। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে এ বন্ড ছাড়া হবে বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।
ব্যাংকটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে ডিএসই জানায়, বেসেল-৩ এর টায়ার-২ শর্ত পূরণের লক্ষ্যে পরিচালন মূলধন তহবিল বৃদ্ধি করতে নন কনভার্টাইবেল বন্ড ছাড়া হবে।
ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পাওয়ার পর, এ বন্ড ছাড়তে পারবে ব্যাংকটি।
এদিকে চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে প্রিমিয়ার ব্যাংক। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-মার্চ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৩৯ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় প্রতিটি শেয়ারের বিপরীতে মুনাফা বেড়েছে ১৮ পয়সা।
মুনাফার পাশাপাশি কোম্পানিটির সম্পদের পরিমাণ বেড়েছে। চলতি বছরের মার্চ শেষে প্রতিটি শেয়ার বিপরীতে সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ৮৩ পয়সা, যা ২০১৮ সালের মার্চ শেষে ছিল ১৬ টাকা ৭৯ পয়সা। অর্থাৎ এক বছরে প্রতিটি শেয়ারের বিপরীতে ব্যাংকটির সম্পদ মূল্য বেড়েছে ৩ টাকা ৪ পয়সা।
এদিকে অপারেটিং ক্যাশ ফ্লো বা পরিচালন নগদ প্রবাহের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-মার্চ পর্যন্ত শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৬৬ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৬৪ পয়সা।
Posted ১:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ মে ২০১৯
bankbimaarthonity.com | Sajeed