নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ | প্রিন্ট | 72 বার পঠিত
বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট শেখ কবির হোসেনের নেতৃত্বে বিআইএ’র প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান’র সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিআইএ’র নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মাহবুবুর রহমান, সন্ধানী লাইফ ও পূরবী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মুজিবুল ইসলাম পান্না এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ।
সাক্ষাৎকালে শেখ কবির হোসেন বিআইএ সম্পর্কে প্রাথমিক ধারণা এবং বীমা শিল্পে চলমান সমস্যাসমূহ উপস্থাপন করেন।
নির্বাহী কমিটির সদস্য পি. কে. রায়, এফসিএ (১) নন-লাইফ বীমায় সকল শ্রেণির নৌ-কার্গো, নৌ-হাল, বিবিধ বীমাসহ বীমা সেবার পুনঃবীমাযোগ্য সকল প্রিমিয়াম রেমিট্যান্সের উপর ভ্যাট (মূসক) কর্তন অব্যাহতি (২) পুনঃবীমা কমিশনের বিপরীতে ১৫% উৎসে মূল্য সংযোজন কর আদায় বা কর্তন বিলুপ্তি ও (৩) আয়কর আইন ২০২৩-এর উৎসে কর কর্তন বিলুপ্ত করণ বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।
নির্বাহী কমিটির মো. ইমাম শাহীন, মো. জালালুল আজিম, মিজ ফারজানা চৌধুরী ও প্রথম ভাইস-প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) চলমান স্বাস্থ্য বীমা, ডিজিটাল স্ট্যাম্প ও ডিজিটাল স্বাক্ষর সম্পর্কিত বিষয় ও বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিআইএ প্রেসিডেন্ট এ সম্পর্কিত একটি পত্র অর্থমন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রী নিকট হস্তান্তর করেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রী মনোযোগ সহকারে বীমা খাতের চলমান সমস্যাসমূহ শুনে সমাধানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।
Posted ৬:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
bankbimaarthonity.com | rina sristy