নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৩ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 184 বার পঠিত
মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে মোহাম্মদ সাইদুল আমিনকে নিয়োগ অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
গত বৃহস্পতিবার (০৯ নভেম্বর) আইডিআরএ’র পরিচালক লাইফ এস এম মাসুদুল হক স্বাক্ষরিত এক চিঠিতে পত্র ইস্যুর তারিখ (০৯ নভেম্বর ২০২৩) হতে আগামী তিন বছরের জন্য তার নিয়োগ অনুমোদন দেয়া হয়। মোহাম্মদ সাইদুল আমিন ইতিপূর্বে কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তার চলতি দায়িত্ব পালন করে আসছিলেন।
মার্কেন্টাইল ইসলামী লাইফের চেয়ারম্যান বরাবর পাঠানো অনুমোদন সংক্রান্ত ওই চিঠিতে বলা হয়, বীমা আইন, ২০১০ ও বীমা কোম্পানি (মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ) প্রবিধানমালা ২০১২’র শর্তাবলী পরিপালন সাপেক্ষে মোহাম্মদ সাইদুল আমিনকে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে অনুমোদন করা হয়। এছাড়া, চুক্তিপত্রের বিভাজন অনুযায়ী মুখ্য নির্বাহী কর্মকর্তা মাসিক সর্বমোট দুই লক্ষ পঞ্চাশ টাকা বেতন-ভাতা এবং বর্ণিত
ন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন। এছাড়া, বীমা সংক্রান্ত অন্যান্য আইন-কানুন ও সার্কুলারসমূহ পরিপালনের নির্দেশনা দেয়া হয়।
সাইদুল আমিন দীর্ঘ ২৯ বছর ধরে লাইফ বীমা খাতে কর্মরত রয়েছেন। মার্কেন্টাইল ইসলামী লাইফে যোগদানের আগে তিনি ডেল্টা লাইফ, হোমল্যান্ড লাইফ ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন।
Posted ৭:২৫ অপরাহ্ণ | সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
bankbimaarthonity.com | rina sristy