নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ | প্রিন্ট | 308 বার পঠিত
প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জহির উদ্দিনকে কোম্পানি থেকে জোড় করে বের করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১৯ জুলাই) দুপুরের পর কোম্পানির পরিচালক বজলুর রশিদ এবং মিজানুর রহমান তাকে বের করে দিতে যায় বলে জানিয়েছেন জহির উদ্দিন। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপে বিষয়টি নিয়ন্ত্রণে আসে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কোম্পানির এক কর্মকর্তা বলেন, দুপুরের কিছু পর দুজন পরিচালক এসে সিইওকে বের হয়ে যেতে বলেন। অন্যথায় তাকে বরখাস্ত করা হবে বলে হুমকি দেন। এ নিয়ে হট্টগোল শুরু হয়। পরে পুলিশের উপস্থিতে বিষয়টি নিয়ন্ত্রণে আসে।
গত জুন মাসের ১৮ তারিখে কোম্পানির পরিচালনা পর্ষদের সংখ্যাগরিষ্ঠের অনুমোদনে জহির উদ্দিনকে ভারপ্রাপ্ত সিইও’র দায়িত্ব দেওয়া হয়। তবে এ সিদ্ধান্ত মানতে পারেননি পরিচালক বজলুর রশিদ এবং মিজানুর রহমান। বিষয়টি নিয়ে গত কয়েকদিন কোম্পানিতে নানা অসন্তোষ চলছে।
কোম্পানি সংশ্লিষ্টরা বলছেন, ২০১৪ সাল থেকে কোম্পানিতে বিভাজন নীতি শুরু হয়েছে। একজন পরিচালক নিজের আধিপত্য বিস্তারের জন্য আইন কানুনের বাইরে গিয়ে নানা বেআইনি কর্মকাণ্ড করে আসছে। এ জন্য কোম্পানি গ্রাহকদের দাবি মেটাতে পারছে না। এমনকি নতুন ব্যবসাও আসছে না।
Posted ১২:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
bankbimaarthonity.com | rina sristy