আব্দুল্লাহ ইবনে মাস্উদ | মঙ্গলবার, ০৯ জুলাই ২০১৯ | প্রিন্ট | 552 বার পঠিত
নন-লাইফ বীমা কোম্পানী সমূহের বীমা পলিসির স্ট্যাম্প শুল্ক খাতে সরকারি রাজস্ব আদায় নিশ্চিত করতে নির্দেশনা দিয়ে সার্কুলার জারী করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী স্বাক্ষরিত এ সার্কুলার (নন-লাইফ ৬৫/২০১৯) নন-লাইফ বীমা কোম্পানীগুলোকে পাঠানো হয় গত ৪ জুলাই।
সার্কুলারে বলা হয়, ‘‘বীমা পলিসির উপর প্রদেয় স্ট্যাম্প শুল্ক পরিশোধ বিধিমালা-২০০২’’ ও অন্যান্য বিধি বিধান যথাযথভাবে পরিপালন নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে স্ট্যাম্প শুল্ক পরিশোধ বিধিমালার ৩(২) অনুযায়ী পরিশোধিত চালানে বর্ণিত তথ্যসম‚হ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
বীমা পলিসির স্ট্যাম্প শুল্ক পরিশোধ চালানে গ্রাহকের নাম, ঠিকানাসহ পলিসি নম্বর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এ ছাড়াও ২০ হাজার টাকার উপরে বীমা স্ট্যাম্প প্রদেয় হলে তা অন্য বীমা পলিসির সাথে একত্রিত না করে পৃথক চালানের মাধ্যমে পরিশোধ করতে হবে।
Posted ২:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুলাই ২০১৯
bankbimaarthonity.com | Sajeed