রবিবার ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Ad
x

বীমা ব্যক্তিত্ব এম এ সামাদের জন্ম শতবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০১ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   284 বার পঠিত

বীমা ব্যক্তিত্ব এম এ সামাদের জন্ম শতবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (বিজিআইসি) প্রতিষ্ঠাতা দেশের বীমা শিল্পের অন্যতম পথিকৃত বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব এম এ সামাদ এর শততম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রোববার (১জানুয়ারি) বেইল রোডস্থ লেডিস ক্লাবে বেলা ১১ টায় স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তাঁর আদর্শ ও বীমা শিল্পে অবদানের কথা বিশেষভাবে স্মরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান তৌহিদ সামাদ, ভাইস চেয়ারম্যান সেলিম ভূইয়া, পাবলিক ডিরেক্টর মো. শাকিল রিজভী, ডেপুটি ভাইস-প্রেসিডেন্ট মোফাজ্জল হোসেন, ব্যাংক বীমা অর্থনীতি পত্রিকার সম্পাদক মোহাম্মদ মুনীরুজ্জামানসহ কোম্পানির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এম এ সামাদ সম্পর্কে বিজিআইসির চেয়ারম্যান তৌহিদ সামাদ বলেন, বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী এম এ সামাদ রাষ্ট্রায়ত্ত্ব জীবন বীমা করপোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর পদ থেকে অবসর গ্রহণের পর ১৯৮৫ সালে বেসরকারি খাতের প্রথম নন-লাইফ বীমা কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি) প্রতিষ্ঠা করেন। ব্যক্তি হিসেবে তিনি খুবই আন্তরিক ছিলেন। তিনি সব সময় মানুষদের পাশে থেকে সহযোগিতা করতেন। আজ বীমার যেই অবস্থা তৈরি হয়েছে তাতে তার অবদান অপরিসীম। আজ উনার একশতম জন্মদিন আমরা পালন করছি। তাই বিজিআইসির পরিবারবর্গ নিয়েই আমাদের আজকের এই আয়োজন।

ব্যাংক বীমা অর্থনীতি পত্রিকার সম্পাদক মোহাম্মদ মুনীরুজ্জামান এম এ সামাদ সম্পর্কে স্মৃতিচারণ করে বলেন, ‘বীমা যে একটি সম্মানজনক ব্যবসা এই প্রত্যয় দৃঢ় হলো তাঁর অদম্য প্রচেষ্টায়। আজ যে বীমা জগতের সামাজিক মর্যাদা এবং অর্থনৈতিক প্রগতি তার অগ্রপথিক এম এ সামাদ। তবে একটা দুঃখজনক বিষয় হচ্ছে, বর্তমান প্রজন্মের কাছে তাঁর পরিচিতি কম। তাঁর সম্পর্কে জানতে হলে এখনো আমাদের খোঁজ করতে হয়। ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সহযোগিতা চেয়ে তাঁর সম্পর্কে প্রচারণা বাড়ানোর আহ্বান জানান।

এছাড়া এম এ সামাদ সম্পর্কে স্মৃতিচারণ করেন ভাইস-প্রেসিডেন্ট মো. কামরুজ্জামান মানিক, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মোস্তফা জামান আব্বাসি, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমরান রউফসহ অন্যান্যরা।

ঋাষা সৈনিক দেশের সেরা বীমা ব্যক্তিত্ব লেখক ও সংগঠক এম.এ সামাদ ১৯২৩ সালে সিলেট জেলার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। ২০০৫ সালের ১৭ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। তিনি উপমহাদেশের সবচাইতে অভিজাত বিদ্যাপীঠ কোলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ১৯৪৫ সালে কৃতিত্বের সাথে বি.এ. অনার্স ডিগ্রী লাভ করেন। কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে সর্বোচ্চ নম্বর পেয়ে স্বর্ণপদকসহ বহু পুরস্কারে ভূষিত হন। এরপর তিনি ‘অল ইন্ডিয়া রেডিও’ নয়াদিল্লীতে সংবাদপাঠ ও অনুবাদকের কাজ করেন।

বীমার উপর সর্বাধিক গ্রন্থ লিখে অনেক আন্তর্জাতিক সম্মান অর্জন করেন। ইউনাইটেড নেশনস এর আস্কটামের বীমা অভিজ্ঞদের নামের তালিকায় তাঁর নাম অন্তর্ভূক্ত করা হয়েছে। আন্তর্জাতিকভাবে তিনি এ পেশায় সম্মানিত হয়েছেন। বাংলাদেশের একমাত্র বীমা শিক্ষার ট্রেনিং প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক এম এ সামাদ।

 

Facebook Comments Box
top-1
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৮:১৮ অপরাহ্ণ | রবিবার, ০১ জানুয়ারি ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।